নোটবুক এলএম এআই এসিস্টেন্ট দিয়ে কিভাবে দ্রুত (পড়ুন ফাঁকিবাজি) পড়াশোনা করা যায় :)

নোটবুক এলএম এআই এসিস্টেন্ট দিয়ে কিভাবে দ্রুত ( পড়ুন ফাঁকিবাজি ) পড়াশোনা করা যায় :) এদিকে এখন প্রতিদিন হাজার রকম রিডিং ম্যাটেরিয়াল জমা হয় , পেটের দায়ে না পড়েও উপায় নাই । আমার মত একইসাথে ফাঁকিবাজ এর অভাগা যারা আছেন , কাজের প্রয়োজনে অথবা একাডেমিক পড়াশোনার ফাঁদে পড়ে সারাদিন নানান বিষয়ে ঘাটাঘাটি করতে হয় তাদের জন্য গুগল এর একটা চমৎকার এআই টুল আছে । গত কয়েক মাসে বেশ কয়েকজনকে টুল টা ব্যাবহার করা দেখালাম , সবাই খুব পছন্দ করলেন । ভাবলাম তাই একটা সামারিই করে ফেলি। যাদের হাতে মিনিট বিশেক সময় আছে , দেখতে থাকেন ।

AI TOOLS

1/8/20251 min read

You didn’t come this far to stop

এই কন্টেন্ট নিয়ে আপনার মতামত পেলে আনন্দিত হব । এখানে মেইলে বা ডানপাশে নিচের হোয়াটস-এপ আইকনে ক্লিক করে সরাসরি মতামত দিতে পারেন ।